দুইশ বছর পর মসজিদে জুমার নামাজ আদায় করেছেন গ্রীক মুসল্লিরা

ইসলাম টাইমস ডেস্ক : উসমানি সালতানাতের পতনের দুইশ বছর পর এই প্রথম স্থাপিত হওয়া মসজিদে শুক্রবার প্রথম জুমার নামাজ আদায় করেছে গ্রীক মুসুল্লিরা। সামাজিক দূরত্ব মেনে সেখানে নামাজ আদায় করেন তারা।

এর আগে, দীর্ঘ লড়াই শেষে সোমবার মাগরিবের নামাজের মধ্য দিয়ে গ্রীসে যাত্রা শুরু হয় উসমানি আমল পরবর্তী প্রথম মসজিদের।

মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত ৪৯ বছর বয়সী গ্রীক নাগরিক জাকি মাহমুদ।

 

গ্রীসের ধর্ম বিষয়ক সচিব জর্জিয়াস ক্যালানন্টিস জানান, মসজিদটি সকলের কাছে গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার একটি বার্তা পৌছে দেবে।

১৯৭৯ সাল থেকেই স্থানীয় অর্থডক্স চার্চ মসজিদটি চালু করার বিরোধীতা করে আসছিল। সর্বশেষ ২০০৬ সালে সরকার মসজিদটি চালু করার অনুমতি দিলেও নানা আইনি জটিলতায় তা চালু করা হয়নি।

পূর্ববর্তি সংবাদকালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ১
পরবর্তি সংবাদনারীদের উদ্দেশে আল্লামা তাকি উসামনী: নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন