শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। সেশনজটমুক্ত মেডিক্যাল শিক্ষাবর্ষসহ চারটি দাবিতে এ বিক্ষোভ করছেন তারা। অবরোধের ফলে রোববার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, প্রফ পরীক্ষা না নেয়া, বেসরকারি মেডিক্যাল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া এবং মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়ার দাবি জানিয়ে আসছেন মেডিক্যাল শিক্ষার্থীরা।

দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে নোটিশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে।

করোনা মহামারির কারণে মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদপশ্চিমবঙ্গে বাড়ি থেকে একই পরিবারের ৫ জনের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদএক সপ্তাহে ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি