৩০ নভেম্বর পর্যন্ত গোটা ভারতে বাজি পোড়ানো নিষিদ্ধ

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ৩০ নভেম্বর পর্যন্ত গোটা দেশে নিষিদ্ধ বাজি। আজ সোমবার নিষেধাজ্ঞা জারি করল গ্রীন ট্রাইবুনাল। করোনা পরিস্থিতি আবহাওয়ার কথা ভোবেই এই কড়া ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত গোটা দেশে নিষিদ্ধ বাজি। আজ সোমবার নিষেধাজ্ঞা জারি করল গ্রীন ট্রাইবুনাল। করোনা পরিস্থিতি আবহাওয়ার কথা ভোবেই এই কড়া ব্যবস্থা বলে জানা যাচ্ছে।

বাজি পোড়ানোর গাইডলাইন অনুযায়ী দীপাবলির দিন সন্ধ্যে ২ ঘণ্টা (৮ টা থেকে রাত ১০টা), বড়দিন ও নিউ ইয়ারে ৩৫ মিনিট (১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত) বাজি পোড়ানো যাবে। পুজোতে সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৮ পর্যন্ত মিলবে বাজি পোড়ানোর অনুমতী। তাও আবার কেবলমাত্র পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে ওই নির্দিষ্ট সময়ে। তবে বাজি পোড়ানোর সময় ও দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য।

আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকর। ভারতের ২৩ টি রাজ্যে বাজি নিষিদ্ধ। করোনা পরিস্থিতি এবং বায়ু দূষনের কারণে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।

পূর্ববর্তি সংবাদআবার ক্ষমতায় ফিরছে সু চির দল
পরবর্তি সংবাদতালিবানদের আশা, বাইডেন যুক্তরাষ্ট্র-তালিবান শান্তি চুক্তি বহাল রাখবেন