ওমরাহ অ্যাপস চালু হওয়ার পর রেজিস্ট্রেশন করেছেন প্রায় ২০ লাখ

ইসলাম টাইমস ডেস্ক: ওমরাহ এবং মসজিদ আল-হারামে নামাজ পড়ার জন্য ই’তামারনা অ্যাপস চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রেজিস্ট্রেশন করেছেন ১৯ লাখ ২১ হাজার ৩৩৫ জন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এদের মধ্যে সৌদি নাগরিক হলেন ১১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

আর প্রবাসী হলেন ৮ লাখ ৩ হাজার ৫৪২ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৬৯ হাজার ৫৫২ জন এবং নারী ৬ লাখ ৫১ হাজার ৭৮৩ জন।

৬ নভেম্বর পর্যন্ত সর্বমোট পারমিট নিয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৩০৪ জন। এদের মধ্যে সৌদি নাগরিক হলেন ৭ লাখ ৭৬ হাজার ৮৫২ জন এবং প্রবাসী ১০ লাখ ৫৮ হাজার ৪৫২ জন।

এ পর্যন্ত পারমিট নেয়া পুরুষ ১২ লাখ ২৮ হাজার ৭৫৯ জন এবং নারী ৬ লাখ ৬ হাজার ৫৪৫ জন।

এ পর্যন্ত ওমরাহ পালন করেছেন ৭ লাখ ৮৮ হাজার ৩৮ জন এবং মসজিদ আল-হারামে নামাজ আদায় করেছেন ৮ লাখ ৪৬ হাজার ৮৩৬ জন।

মদিনায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ৫৩ হাজার ২৩১ জন পুরুষ এবং ২৯ হাজার ৯৬৪ জন নারী।

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারকে জিয়ারত করেছেন ১ লাখ ৩১ হাজার ২৭৩ জন।

-এনটি

পূর্ববর্তি সংবাদপুলিশি নির্যাতনে রায়হান হত্যা: ৭ দিনের রিমান্ডে মূলহোতা এসআই আকবর
পরবর্তি সংবাদবিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় ব্রাজিলে স্থগিত চীনের করোনা টিকার পরীক্ষা