বাংলাদেশ সেনাবাহিনীকে ২০ ঘোড়া ও ১০ কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে উপহারের এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে।

এসময় ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল এন এস খুদ্যো এবং বাংলাদেশ ৫৫ পদাতিক সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হুমায়ুন কবিরসহ দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সীমান্তে দুই বাহিনী এক অপর বাহিনীর কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

জানা যায়, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত হয়। তার প্রথম চালানের ২০টি ঘোড়া বাংলাদেশে প্রবেশ করে। ঘোড়া ও কুকুরগুলো সরাসরি সাভার ক্যান্টনমেন্ট নেওয়া হবে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ভারত-বাংলাদেশ বিভক্ত হলেও দুই দেশের মানুষের মধ্যে রয়ে গেছে বন্ধুত্ব আর আত্মীয়তার সম্পর্ক । রয়েছে বড় ধরনের বাণিজ্যিক সম্পর্কও । প্রশাসনিক সম্পর্ক বৃদ্ধি হলে সব ক্ষেত্রে দুই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে।

বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিকের মেজর জেনারেল হুমায়ন কবীর জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাস দীর্ঘদিনের।

এস আই

পূর্ববর্তি সংবাদনাগর্নো-কারাবাখ: নতুন চুক্তিতে সুস্পষ্ট বিজয় আজারবাইজানের, ‘ব্যথিত’ আর্মেনিয়া
পরবর্তি সংবাদযুদ্ধবন্ধের চুক্তির ঘোষণা দেওয়ায় পার্লামেন্টে ঢুকে আর্মেনিয় স্পিকারকে গণপিটুনি (ভিডিও)