সরকারের অনেক প্রকল্পের টাকা সেই প্রকল্পে পরিপূর্ণ খরচ হয়নি: মেয়র তাপস

ইসলাম টাইমস ডেস্ক: ‘সরকারের অনেক প্রকল্পের টাকা সেই প্রকল্পের জন্য পরিপূর্ণভাবে খরচ হয়নি, তবু খরচ দেখানো হয়েছে’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

একইসঙ্গে সরকার কর্তৃক বরাদ্দ প্রকল্পের টাকা নিয়ে নয়-ছয় করা যাবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প”-এর জন্য নবগঠিত সিটি করপোরেশন পর্ষদকে অবহিতকরণ সভায় এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, “আমাদের কোনো প্রকল্পের টাকা নয়-ছয় হোক বা কোনো উইপোকা খেয়ে যাবে তা চাই না। প্রকল্পের অর্থ যেন শতভাগ সেই প্রকল্পের জন্য খরচ হয় এটা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আমরা কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা চাই।”

ডিএসসিসি মেয়র বলেন, “সরকারের অনেক প্রকল্পের টাকা সেই প্রকল্পের জন্য পরিপূর্ণভাবে খরচ হয়নি, তবু খরচ দেখানো হয়েছে। বরাদ্দের শতভাগ টাকা প্রকল্পের পিছনে ব্যয় করতে চাই আমি।”

শেখ তাপস আরো বলেন, “দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হলেও শহরের দরিদ্ররা অনেক সেবা থেকে বঞ্চিত ছিল। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে চাই। আমরা আগামীতে নগরে বসবাসরত দরিদ্রের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনতে চাই।”

“দেশে এক সময় ৭০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করত, আজ তা ২০ শতাংশে এসেছে। একই সাথে হতদরিদ্র জনগোষ্ঠী ১২ শতাংশের নীচে নেমে এসেছে। আমাদের বার্ষিক আয় ২ হাজার ডলার অতিক্রম হয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মাণ হতে যাওয়া পদ্মাসেতু চালু হলে আমাদের প্রবৃদ্ধি ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ঢাকাকেন্দ্রিক চাপও কমে যাবে,” যোগ করেন তিনি।

এস এন

পূর্ববর্তি সংবাদমিয়ানমারের নাগরিকত্ব আইন সংশোধন জরুরি: যুক্তরাজ্য
পরবর্তি সংবাদভারত অধিকৃত কাশ্মীর: সন্ত্রাসের দায়ে ২৩ বছর জেল খেটে বেকসুর খালাস নিসার হুসাইন!