যুদ্ধে বিজয়ী হওয়ায় আজারবাইজানকে অভিনন্দন জানাল হামাস

ইসলাম টাইমস ডেস্ক: নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধ বন্ধ এবং কার্যত এ যুদ্ধে বিজয়ী হওয়ায় আজারবাইজানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

চুক্তি অনুযায়ী আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের সংঘাত শেষ হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেন, এ চুক্তির ফলে ওই অঞ্চলে আর্মেনিয়ার পরাজয় হয়েছে।

হামাসের মুখপাত্র আবু জুরি এক টুইটে বলেন, দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার ও যুদ্ধে জয়ের কারণে আজারবাইজানকে আমরা অভিনন্দন জানাই।  এ সময় তিনি আজারবাইজানকে তুর্কি সমর্থনের বিষয়টিও তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে কারাবাখ অঞ্চলে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি চলে আসছিল। দুপক্ষের রক্তক্ষয়ী এ লড়াইয়ে বেসামরিক নাগরিকসহ বহু প্রাণহানি ঘটেছে।

পূর্ববর্তি সংবাদট্রাম্পের পরাজয় মেনে নিতে না চাওয়া বিব্রতকর: বাইডেন
পরবর্তি সংবাদপুলিশকে নির্যাতন করে হত্যা: মাইন্ড এইড হাসপাতালের ১০ কর্মী রিমান্ডে