নেদারল্যান্ডের প্রখ্যাত নারী বক্সারের ইসলাম গ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক: নেদারল্যান্ডের বক্সিং জগতের নারী তারকা রুবি জেসিয়া ইসলাম গ্রহণ করেছেন। এই নব মুসলিম বক্সার তার ইসলাম গ্রহণের সংবাদ নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেছেন।

রুবি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। বিগত বছরগুলোতে তিনি ইসলাম নিয়ে গবেষণা করেছেন এবং ইসলামের সত্যতা উপলব্ধি করে মুসলমান হয়েছেন।

গত সোমবার (১৬ নভেম্বর) নেদারল্যান্ডের একটি মসজিদে ইসলাম গ্রহণ করে নিজের আবেগ-উচ্ছ্বাস প্রকাশ করেন রুবি জেসিয়া।

ইনস্ট্রাগ্রামের নিজের ইসলামগ্রহণের কথা জানিয়ে সাবেক ডাচ বক্সার তারকা বলেন, ‘কয়েক বছর অনুশীলনের পর আমি অত্যন্ত গর্বিত যে শেষ পর্যন্ত আমি ইসলাম গ্রহণ করেছি।’

তিনি আরো বলেন, ‘আমি আরো আগেই কালেমা শাহাদাহ পাঠ করেছি। কিন্তু আজ মসজিদে সবার সম্মুখে আমি ফের শাহাদাহ পাঠ করি। আল্লাহ যা চান তাই হয়। এবং আমি তা পাঠ করে খুবই আনন্দিত।’

তিনি বলেন আমি স্বেচ্ছায় সানন্দে ইসলাম গ্রহণ করেছি এবং নিজের জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে পেরে আমি সীমাহীন আনন্দিত।

তার ইসলাম গ্রহণের পর বিশ্বজুড়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন মুসলমানরা।

উর্দু ডেইলি জং থেকে অনুবাদক: শাহাদাত হোসেন

এস এন

পূর্ববর্তি সংবাদঅনুরোধ করছি, সবাই মাস্ক পরুন, সুরক্ষা বিধি অনুসরণ করুন: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদফ্রান্সের পরিবর্তে তুরস্কের পণ্য বয়কট করছে সৌদি সরকার!