ফেইসবুকে ফ্রান্সবিরোধী পোস্ট করায় সিঙ্গাপুর থেকে বিতাড়িত ১৫ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফ্রান্সবিরোধী পোস্ট করায় ১৫ বাংলাদেশিকে বিতাড়িত করেছে সিঙ্গাপুর। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এই বাংলাদেশিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়া ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির অভিযোগ এনেছে দেশটির সরকার। তবে, সেসব ফেসবুক পোস্টের বিস্তারিত প্রকাশ করেনি সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

বাংলাদেশিদের বিতাড়িত করার বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকেই এই বিষয়ে নজর রাখছিল দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এবং তাদের তদন্তের ভিত্তিতে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে৷

মন্ত্রণালয় আরও জানায়, যে বাংলাদেশিদের বিতাড়িত করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক ছিলেন এবং ফ্রান্সে হামলার ঘটনার পর তাদের ফেসবুক পোস্টগুলো সহিংসতা উসকে দিয়েছে বা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করেছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদকথিত ‘লাভ জিহাদ’ নিয়ে হিন্দুত্ববাদীদের আস্ফালন রুখে দিল ভারতের এলাহাবাদ হাইকোর্ট
পরবর্তি সংবাদদখলমুক্ত এলাকা ছাড়তে আর্মেনীয় নাগরিকদের অতিরিক্ত সময় দিল আজারবাইজান