নারায়ণগঞ্জে জাল টাকা তৈরির অপরাধে গ্রেফতার ১

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জাল টাকা তৈরির অপরাধে মিরাজ মৃধা (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার ( ১৯ ডিসেম্বর) রাত ১০টায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়াপাড়া ভাণ্ডারিরপুল এলাকার জনৈক ওয়াকিল ভূঁইয়ার মালিকানাধীন ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ১৪টি জাল ১০০ টাকার নোট ও জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি প্রিন্টার, ১টি স্ক্যানার উদ্ধার করা হয়।

রোববার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতের দেয়া তথ্যের বরাত দিয়ে জসীমউদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মিরাজ জাল  টাকা তৈরি করে বাজারে বিক্রয় করে আসছে। জাল টাকা তৈরির সুবিধার্থে সে ঘন ঘন বাসা পরিবর্তন করতো। আসামি নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত জাল টাকা তৈরি করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন।

-আরএম

পূর্ববর্তি সংবাদআলেমদের তাচ্ছিল্য: ‘ভেতরে থাকা ইসলাম বিদ্বেষেরই বহিঃপ্রকাশ’
পরবর্তি সংবাদবার কাউন্সিলের পরীক্ষায় শিক্ষার্থীদের ভাঙচুর: গ্রেফতার ৪৯, রিমান্ডে ২৪