মিসরে ইখওয়ানে যোগ দেওয়া নিষিদ্ধ করল আল-আজহার

ইসলাম টাইমস ডেস্ক:  আল-আজহার ফতোয়া গ্লোবাল সেন্টার বলেছে, ‘ইসলামী শরিয়াহ অনুযায়ী’ মুসলিম ব্রাদারহুড এবং অন্যান্য ‘সন্ত্রাসী গ্রুপে’ যোগদান করা নিষিদ্ধ। কারণ স্রষ্টা বিভাজন ও মতবিরোধ নিষিদ্ধ করেছেন। তবে ধর্মীয় ও ইসলামিক আন্দোলন বিষয়ক গবেষক হুসেন আল-কাদী বলেছেন, ইতিহাসে প্রথমবারের মতো এধরনের ফতোয়া দিল আল-আজহার।

মিশরীয় সংবাদপত্র আল-ওাতান আল-আজহারের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্রষ্টা এমন কোনো পথ অনুসরণ করতে নিষেধ করেছেন, যা তাদের সত্যের পথে পরিচালনা করতে বাধা দেয়। একমাত্র কুরআন ও সন্নাহের ভিত্তিতে জীবন পরিচালনা করলে স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়।

এ ব্যাপারে ইসলামী রিসার্স একাডেমির সদস্য আবদুল্লাহ আল-নাজ্জার বলেছেন, আইনিভাবে ‘সন্ত্রাসী’ ব্রাদারহুডে যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই দলটি স্রষ্টার আইন লঙ্ঘন করে ‘সন্ত্রাসবাদে’ জড়িয়ে পড়েছে। পাশাপাশি দলটি অনৈতিকতা ও আগ্রাসনে সহযোগিতা করে।

সূত্র: আরব নিউজ।

ইজে

পূর্ববর্তি সংবাদআসুন, শীতার্তদের পাশে দাঁড়াই
পরবর্তি সংবাদআলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিশিষ্ট ২৮ আলেমের বিবৃতি