ভ্যাকসিনে শূকরের জিলেটিনকে হালাল ফতোয়া দিল আমিরাতের ফতোয়া কাউন্সিল!

ইসলাম টাইমস ডেস্ক: ইসলাম ও মুসলিম উম্মাহর চির শত্রু ইহুদিদের সঙ্গে হাত মিলিয়েই ক্ষান্ত হয়নি সংযুক্ত আরব আমিরাত। বরং অমুসলিমদের খুশি করতে ধারাবাহিকভাবে ইসলামের চিরস্বীকৃত হালাল-হারামকেও বিকৃত করে দরবারি মোল্লাদের দিয়ে কথিত ফতোয়াও তৈরি করে যাচ্ছে।

এবার করোনার টিকায় শুয়োরের নিঃসৃত জিলেটিন ব্যবহার করলেও তা হালাল বলে অনুমোদন করেছে ইসরাইলের মিত্র দেশ আমিরাতের নামধারী সরকারি ফতোয়া কাউন্সিল!  তারা বলছে, করোনা টিকা তৈরি করতে শুয়োরের দেহাংশ ব্যবহার করা হলেও তা মুসলিম রাষ্ট্রে প্রয়োগ করা যাবে!

মঙ্গলবার ফতোয়া কাউন্সিল ঘোষণা দেয়, ইসলামিক শরিয়াহ অনুযায়ী মানব শরীরের সুরক্ষার উদ্দেশ্যে এ টিকা ব্যবহার করা যাবে।

ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন বায়াহ জানিয়েছেন, শুয়োরজাত পণ্যকে ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ‘মানবদেহ রক্ষার’ স্বার্থে শুয়োরের জিলেটিন থেকে তৈরি টিকা গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

অধিকাংশ টিকায় শুয়োরের দেহাংশ থেকে তৈরি জিলেটিন ব্যবহারের কারণে মুসলিম রাষ্ট্রগুলোতে করোনার টিকা প্রয়োগ বাধার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।

উল্লেখ্য, ইসলাম ধর্মে শুয়োরজাত পণ্য সম্পূর্ণ ‘হারাম’ বা নিষিদ্ধ।

ইহুদিবান্ধব দেশটির কথিত ফতোয়া কাউন্সিল ব্যাখ্যা দাঁড় করিয়ে বলেছে, শুয়োরের জিলেটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে ইতোমধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে।

সূত্র: গালফ নিউজ ও হিন্দুস্তান টাইমস।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদময়মনসিংহের প্রবীণ আলেম মাওলানা মফিজুদ্দীন বিদ্যাগঞ্জীর ইন্তেকাল
পরবর্তি সংবাদপাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন বিষয়ে যা বললেন ইসরাইলি মন্ত্রী