শুধু একটি মিসকলেও আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে!

ইসলাম টাইমস ডেস্ক: সাবধান, ক্লিক করা ছাড়াই এবং কল রিসিভ না করেও কেবল একটি মিস কলেও আপনার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যেতে পারে।

সম্প্রতি ৩৭ জন সাংবাদিকের আইফোন সাইবার হামলার শিকার হয়েছে। তাদের অধিকাংশই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় কর্মরত।

কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোর সিটিজেন ল্যাবের অনুসন্ধানে ধারণা করা হয়, সৌদি আরব এবং আরব আমিরাত থেকে এই সাইবার হামলা চালানো হয়েছে। হ্যাকিংয়ে ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের স্পাইওয়্যার ব্যবহার করা হয়।

অনুসন্ধানের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর জুলাই এবং আগস্টে ইসরাইলের গোয়েন্দা সংস্থা এনএসও গ্রুপের স্পাইওয়্যার ব্যবহার করে এই সাংবাদিকদের ফোন হ্যাক করা হয়।

বিশেষজ্ঞদের মতে এধরনের হ্যাকিংকে জিরো ক্লিক বলা হয়। যার মধ্যে নিজের টার্গেটকে শুধু একটি মিসকল দিয়েই ফোন হ্যাক করে ফেলা হয়।

সূত্র: ডেইলি জং

পূর্ববর্তি সংবাদদীর্ঘ দেড় বছর পর পাকিস্তানের কারাগার থেকে ফিরলেন ৮ বাংলাদেশী
পরবর্তি সংবাদরামমন্দির নির্মাণে এবার কুদরতি বাধা, মাথায় হাত রাম জন্মভূমি ট্রাস্টের!