স্থানীয় নির্বাচনে বিজেপির ভরাডুবির পর কাশ্মিরে ৭৫ রাজনীতিবিদ আটক

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীরের স্থানীয় নির্বাচনে বিজেপির ভরাডুবি এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর জোটের বিজয়ের পর ভারত সরকার কমপক্ষে ৭৫ জন কাশ্মীরি রাজনৈতিক নেতা-কর্মীকে আটক করেছে। আজ শনিবার রাজনৈতিক নেতা ও পুলিশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স বিষয়টি জানিয়েছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে এখানে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার গত বছর মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ভারতীয়-নিয়ন্ত্রিত এ অঞ্চলের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে এখানে এই প্রথম কোনো নির্বাচন হলো। তাতেই শোচনীয়ভাবে পরাজিত হয় বিজেপি।

ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী নেতা এবং নিষিদ্ধ জামাত-ই-ইসলামী গ্রুপের সদস্যসহ নতুন আটকদের প্রতিরোধমূলক হেফাজতে রাখা হয়েছে।

কাশ্মীরের আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র এবং জোটের অন্যতম সদস্য ইমরান নবী দার বলেন, এই আটক জনগণের রায়কে খর্ব করছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লাহ বলেন, জোটের জয় দেখিয়ে দিয়েছে কাশ্মীরের মানুষ বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেনি।

দীর্ঘদিন আটক থেকে মুক্তি পাওয়ার পর গত অক্টোবরে জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি কাশ্মীরের স্বায়ত্তশাসন শান্তিপূর্ণভাবে পুনরুদ্ধারে জোটের ঘোষণা দেন।

আরো পড়ুন: কাশ্মিরে বিজেপির ভরাডুবি, মেহবুবা মুফতি বললেন, ‘জনগণ ৩৭০ ধারা ভুলেনি’

-এসএন

পূর্ববর্তি সংবাদমাওলানা নূরুল ইসলাম হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত
পরবর্তি সংবাদজোরপূর্বক ধর্মান্তরে বাধা দেওয়ায় খ্রিস্টান মিশনারীদের মামলা: আটক ১