মারা গেছেন দেওয়ানবাগী

ইসলাম টাইমস ডেস্ক: বিতর্কিত ও কথিত পীর মাহবুব-এ খোদা দেওয়ানবাগী মারা গেছেন।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাতটার দিকে তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পড়ে ইউনাইটেড হাসাপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ আরামবাগে নেয়া হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।

মাহাবুব-এ-খোদা ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

দেওয়ানবাগী  নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসায় পড়াশুনা করেন । পরে ফরিদপুরে আরেক বিতর্কিত পীর আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীরের হোন এবং তার মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন।

সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গাড়ে নানা রকম বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেন। মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী আস্তানা রয়েছে দেওয়ানবাগীর।

-আরএম

পূর্ববর্তি সংবাদওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ২৯ ডিসেম্বর থেকে চালু হচ্ছে বিমানের ফ্লাইট
পরবর্তি সংবাদদাড়ি টুপিকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ বানাতে তৎপর তারা কারা?