মসজিদে নববীর ছাদ নামাযীদের জন্য খুলে দেওয়া হয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর ছাদ আজ থেকে নামাযীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আরব মিডিয়ার তথ্য অনুসারে, এখন  ফজর, মাগরিব ও এশার নামাজ  মসজিদে নববীর ছাদে আদায় করা যাবে।

নামাযীদের সংখ্যা বৃদ্ধি এবং দূরত্ব বজায় রাখার প্রয়োজনে মসজিদের ছাদ খুলে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, করোনভাইরাস থেকে বাঁচার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা ভাইরাসের অজুহাতে হজ এবং ওমরাহর জন্য মানুষের সংখ্যা সীমাবদ্ধ রাখা হয়।

আরো পড়ুন: তিন মাসে ওমরাকারী ৫০ লাখের কেউ আক্রান্ত হননি করোনায়!

-এসএন

পূর্ববর্তি সংবাদসীমান্তে পাকা ঘর নির্মাণের চেষ্টা বিএসএফের!
পরবর্তি সংবাদভারতে নামাজের সময় মসজিদের সামনে উগ্র হিন্দুদের উস্কানিমূলক স্লোগান-মিনার ভাঙ্গার চেষ্টা