পাকিস্তানে মুম্বাই হামলায় অভিযুক্ত জাকিউর রহমান লাকভি গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক: ২৬/১১ মুম্বাই হামলায় অভিযুক্ত জাকিউর রহমান লাকভিকে গ্রেফতার করল পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। তার বিরুদ্ধে নাশকতায় অর্থনৈতিক সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। মুম্বাই হামলায় জামিনপ্রাপ্ত লাকভিকে গতকাল শনিবার (২ জানুয়ারি) গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কোন জায়গা থেকে তা বিশদে জানায়নি সিটিডি।

পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়েই এই গ্রেফতার অভিযান চালিয়েছে তারা। ৬১ বছর বয়সি লাকভির বিরুদ্ধে লাহোরের সিটিডি থানায় নাশকতায় অর্থনৈতিক সহায়তা দেওয়ার মামলা রুজু করা ছিল।

মুম্বাই হামলার মূলহোতা এই লাকভির একটি চিকিৎসালয় রয়েছে। তা থেকে আয় হওয়া অর্থ ভবিষ্যতের নাশকতার ছকে কাজে লাগানো হচ্ছিল বলে অভিযোগ সিটিডি’র। লাকভি ছাড়াও আরও কয়েকজন এখান থেকে প্রাপ্ত অর্থ নাশকতায় কাজে লাগায় বলে জানা গেছে। লাকভির ব্যক্তিগত খরচপত্রও এখান থেকে চলত ব্লে জানিয়েছে পাকিস্তানের সিটিডি। লাহোরের জঙ্গি দমন আদালতে বিচার হবে তার।

ইজে

পূর্ববর্তি সংবাদঅনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা ও শব্দ দূষণ বন্ধে অভূতপূর্ব সিদ্ধান্ত স্থানীয় পঞ্চায়েত, আ.লীগ কর্মীর
পরবর্তি সংবাদনাইজারে বন্দুক হামলায় নিহত প্রায় ৭৯