মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাস কাজাখস্তানে

ইসলাম টাইমস ডেস্ক: মৃত্যুদণ্ড বিলুপ্ত করে আইন পাস করেছে কাজাখস্তান। প্রায় দুই দশক মৃত্যুদণ্ডের আইন স্থগিত রাখার পর এটি বাতিল করার বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট কাসিম জোমারত তোকায়েভ। শনিবার দেশটির প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।

একনায়কশাসিত মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ২০০৩ সাল থেকে মৃত্যুদণ্ড স্থগিত রয়েছে। কিন্তু আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়ে আসছিল।নতুন আইনের ফলে এখন থেকে আর মৃত্যুদণ্ড দেয়া হবে না।

ইজে

পূর্ববর্তি সংবাদনাইজারে বন্দুক হামলায় নিহত প্রায় ৭৯
পরবর্তি সংবাদআবুল কাসেম জাহরাভি: ইউরোপে শল্যচিকিৎসার পথিকৃত যে মুসলিম বিজ্ঞানী