কুষ্টিয়ায় জাল ভোট দিতে গিয়ে ২ কিশোর আটক

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গেয়ে দুই কিশোর ধরা পড়েছে।

শনিবার সকালে কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮নং নির্বাচনী কেন্দ্রের ৬নং বুথে জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা ধরা পড়ে। পরে তাদের আটক করা হয়।

আটক কিশোররা হলো- কুমারখালী তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে মামুন (১৪) ও লিটনের ছেলে স্বজল (১৬)। তারা জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে আটক হয়েছে।

৬ নং বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্ট কার্ড দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হয়। তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে।  ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদভ্যাকসিন নিয়ে অকল্পনীয় বৈষম্য, ৯৫ শতাংশই ১০ দেশের দখলে: ডব্লিউএইচও
পরবর্তি সংবাদএবার বিচারক পদে নারীদের নিয়োগ দিচ্ছে সৌদি আরব!