ভারতীয় পেঁয়াজে আগ্রহ নেই ক্রেতাদের

ইসলাম টাইমস ডেস্ক: আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ায় এবং দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের দামের তুলনায় দেশি পেঁয়াজের দাম কম থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আনছেন না আমদানিকারকরা।

২ জানুয়ারি থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলেও ১৩ জানুয়ারি থেকে ভারতীয় পেঁয়াজ আনছেন না আমদানিকারকরা। গত ১৩ ও ১৪ জানুয়ারি বন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি।

বাজারের পেঁয়াজ ক্রেতা সেহেল রানাসহ কয়েকজন বলেন, বর্তমানে বাজারে ভারতীয় পেঁয়াজের ও দেশীয় পিঁয়াজের দাম প্রায় একই। ভারতীয় পিঁয়াজের চাইতে দেশীয় পিঁয়াজের স্বাদ ও মান ভালো হওয়ায় দেশী পেঁয়াজ কেনাই ভাল।

দিনাজপুর শহরের বাহাদুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, সবসময়ই বাজারে দেশীয় পেঁয়াজের চাহিদা বেশি। এরপরও ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কম থাকায় সাধারণত বাধ্য হয়েই ভারতীয় পেঁয়াজ কেনেন ক্রেতারা। কিন্তু বর্তমানে ভারতীয় পেঁয়াজের চেয়ে দেশীয় পেঁয়াজের দাম কম থাকায় ভারতীয় পেঁয়াজ কিনছেন না ক্রেতারা। এ জন্য হিলি থেকে তারাও আর পেঁয়াজ আনছেন না।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ভারতীয় ও দেশি পেঁয়াজের মধ্যে ৫/১০ টাকা পার্থক্য থাকলে দেশে ভারতীয় পেঁয়াজের চাহিদা থাকে। কিন্তু বর্তমানে বাজারে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০টাকা কেজি, অপরদিকে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি থেকে সরকার পেঁয়াজের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করেছে। এ অবস্থায় বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আমাদের প্রতি কেজি পেঁয়াজের দাম ৩৫টাকা থেকে ৩৭ টাকার মতো পড়ছে। কিন্তু বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩১ টাকা কেজি দরে। এতে আমদানি করা পেঁয়াজে কেজিতে পাঁচ থেকে সাত টাকা লোকসান গুনতে হচ্ছে। এ ছাড়াও দেশের বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় ভারতীয় পেঁয়াজের তেমন চাহিদা নেই। বর্তমান অবস্থায় পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি করতে হবে এতে লোকসানের আশঙ্কায় পরিস্থিতি পর্যালোচনা করে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন বন্দরের আমদানিকারকরা। ১২ জানুয়ারি পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ এসেছে প্রায় ৬০০ টন।

-আরএম

পূর্ববর্তি সংবাদকরোনায় একদিনে কমেছে শনাক্ত, মৃত্যু ২১
পরবর্তি সংবাদমিথ্যা মামলা দিয়ে একটি কুচক্রি মহল বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: হেফাজত