ইসরাইলে টিকা নিয়ে ১৩ জনের মুখমণ্ডল বিকৃত

ইসলাম টাইমস ডেস্ক: ইসরাইলে করোনার টিকা নেওয়ার পর অন্তত ১৩ জনের মৃদু ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে। টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি। খবর এএফপির।

এর ফলে ওইসব লোকদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মুখমণ্ডল ঠিক হতে আবার করোনার টিকা দিতে চাইছে।

এক ব্যক্তি ইসরাইলের সংবাদমাধ্যম ইয়নেটকে বলেন, অন্তত ২৮ ঘণ্টা আমার মুখমণ্ডল বিকৃত ছিল। তবে এরপর সেরে গেছে। নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যুর ঘটনার পর এমন খবর এলো।

ইজে

পূর্ববর্তি সংবাদস্কুলের সিলেবাসে ইসলাম ও নৈতিকশিক্ষা: দুটি কথা
পরবর্তি সংবাদউত্তরায় র‌্যাবের হাতে জুয়ার আসর থেকে আটক ৩০