ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৪তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রখ্যাত বুজুর্গ আলেম আল্লামা নূর উদ্দিন আহমদ গহরপুরী রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির ৬৪ বছর পদার্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি ও গহরপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন বরুনার শায়েখ মাওলানা রশিদুর রহমান ফারুক বর্ণভী, সুনামগঞ্জের শায়খুল হাদীস মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, ঢাকা চকবাজার শাহী মসজিদের খতিব মাওলানা মিনহাজ উদ্দিন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।
মাহফিলে হযরত গহরপুরী রহ. স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এবং প্রায় দশটি গ্রন্থ উচ্চ সৌজন্যেমূল্যে (৩ লাখ-১ লাখ টাকা) বিক্রি হয়।
স্মারক গ্রন্থ প্রকাশ উপলক্ষে এ গ্রন্থের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট আলেমরা উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করেন।
জানা গেছে, এবারের মাহফিলে প্রচুর লোকসমাগম হয়। দেশের বরেণ্য আলেমগণের বয়ান মানুষ গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছে। বাদ ফযর মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
-এসএন
