কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দান করা যাবে কি?

প্রশ্ন: একদিন বাসা থেকে মসজিদে যাচ্ছিলাম। পথিমধ্যে এক চাচা ডেকে বললেন, এই টাকাটা মসজিদে দিয়ে দিবে। আমি বললাম, চাচা! কীসের টাকা? তিনি বললেন, রাস্তায় পড়েছিল। তারপর আমি সেই টাকা মসজিদে দিয়ে দেই। এই কথা শুনে জনৈক ব্যক্তি বললেন, পড়ে পাওয়া টাকা মসজিদে দিতে নেই। মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হল, আসলেই কি পড়ে পাওয়া টাকা মসজিদে দিতে নেই? আমরা তো অনেক সময় পথে ঘাটে টাকা পেলে তা মসজিদে দিয়ে দেই। এ ব্যাপারে শরীয়তের সমাধান কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: ঐ ব্যক্তি ঠিকই বলেছেন। পড়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া বৈধ নয়। যথাযথ পন্থায় প্রচারের পর মালিকের সন্ধান না পেলে, তখন তা কোন গরিবকে সদকা করে দিবে। কিন্তু মসজিদে দেওয়া যাবে না। মসজিদে একমাত্র ব্যক্তির নিজ মালিকানাধীন হালাল টাকা প্রদান করা যায়।

সূত্র: ফাতহুল কাদীর ৫/৩৫২আলবাহরুর রায়েক ৫/১৫৩তাবয়ীনুল হাকায়েক ৪/২১২আদ্দুররুল মুখতার ৪/২৭৯

-এসএন

পূর্ববর্তি সংবাদলকডাউনের এক বছর: অনেকটাই স্বাভাবিক এখন উহানের জনজীবন
পরবর্তি সংবাদসরকারের পক্ষ থেকে ঘর পেল গৃহহীন ৬৬ হাজার পরিবার