ওয়াজিরিস্তানে সেনা অভিযানে তালেবানের ২ শীর্ষ কমান্ডার নিহত

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর দুইটি পৃথক অভিযানে পাঁচজন তালেবান সদস্য নিহত হয়েছেন। এর মধ্য দুজন শীর্ষ কমান্ডার বলে জানা গেছে। কাতারভিত্তিক আলজাজিরা জানায়, রবিবার রাতে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

মির আলি এবং কায়সুর এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, কায়সুরে একসময় পাকিস্তান তালেবান নামে খ্যাত তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হেডকোয়ার্টার ছিল।

নিহত পাঁচজনের মধ্যে সায়্যিদ রাহিম ও সাইফুল্লাহ নুর হচ্ছেন টিটিপির দুইটি আলাদা গ্রুপের শীর্ষ নেতা।

অভিযান পরিচালনাকারী পাক সেনা বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, ২০১৭ সাল থেকে পাকিস্তানি বাহিনীর ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন রাহিম।

-আরএম

পূর্ববর্তি সংবাদলাভ চাইল্ড: শব্দের ডিগবাজি
পরবর্তি সংবাদমধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির নিরাপত্তায় ইসরাইলের আয়রন ডোম মোতায়েন করছে আমেরিকা