উখিয়ায় রোহিঙ্গা শিবিরে গোলাগুলিতে যুবক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় দুই অস্ত্রধারী গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ (২০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা। সে ওই ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, রাতে রোহিঙ্গা শিবিরের মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভি ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় পালংখালীর ঘোনারপাড়ার নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত থেকে আটজন এ সময় তাদের পথরোধ করেন।

তারা রাতে শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তিন থেকে চারটি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় উভয়পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে শিবিরের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

রোহিঙ্গা নেতা মো. আলী বলেন, এ ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদরাষ্ট্রীয় আমন্ত্রণে ইরান সফরে তালেবানের রাজনৈতিক প্রতিনিধিদল
পরবর্তি সংবাদকরোনা ও ‘সন্ত্রাসবাদের’ ঝুঁকি: বাংলাদেশসহ ৩ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা