শুধু কাবিননামায় স্বাক্ষর করলে কি বিয়ে হয়ে যায়?

 প্রশ্ন: আজ থেকে দুই-তিন মাস আগে এক ছেলে ও এক মেয়ে কাজী অফিসে গিয়ে বিবাহের জন্য কাবিননামায় স্বাক্ষর করে। তখন তাদের চার পাঁচজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিল। কিন্তু মৌখিক কোনো ইজাব কবুল করেনি। এভাবে বিবাহ হওয়ার পর তিন মাস অতিবাহিত হয়ে গেছে। এখন জনৈক ব্যক্তি বলছেন, তাদের উক্ত বিবাহ সহীহ হয়নি। কাজী ডেকে নতুন করে আবার বিবাহ করতে হবে। আগে কয়েক মাস মেয়েকে পৃথক থাকতে হবে। তারপর তারা বিবাহ করবে।

জানার বিষয় হল, তাদের পূর্ব বিবাহ কি আসলেই সহীহ হয়নি? না হলে এখন কী করণীয়? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: কাবিননামা হচ্ছে নিবন্ধন সনদ। কোনো বিবাহ সংঘটিত হওয়ার পর কাবিননামার মাধ্যমে তা সরকারিভাবে নিবন্ধন করা হয়। এতে দস্তখত করার দ্বারা বিবাহ সংঘটিত হয় না। তাই প্রশ্নোক্ত বিবাহটি সহীহ হয়নি।

বিবাহ সহীহ হওয়ার জন্য দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে পাত্র-পাত্রীর কিংবা তাদের প্রতিনিধির মাধ্যমে মৌখিক ইজাব কবুল করা শর্ত। অতএব তাদের পরস্পরের এতদিন বসবাস অবৈধ হয়েছে। এজন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে।

এখন তারা পরস্পর সংসার করতে চাইলে দুইজন পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে মহর ধার্য করত মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এর জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে না।

সূত্র: ফাতহুল কাদীর ৩/১০২আলবাহরুর রায়েক ৩/৮৩মাজমাউল আনহুর ১/৪৬৮রদ্দুল মুহতার ৩/১২ফাতাওয়া হিন্দিয়া ১/২৭০

-এমএসআই

পূর্ববর্তি সংবাদপরকীয়া ও নির্যাতন: স্ত্রীর মামলায় গ্রেপ্তার দারুস সালাম থানা আ.লীগ সভাপতি
পরবর্তি সংবাদচসিক নির্বাচনে সাধারণ ছুটি বাতিল প্রহসনের শামিল: চরমোনাইর পীর