ইন্দোনেশিয়ায় সমকামীদের প্রকাশ্যে বেত্রাঘাতের শাস্তি কার্যকর

ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ার আচে প্রদেশে সমকামিতার অপরাধে দুই যুবককে টানা ৮০ বার বেত্রাঘাতের শাস্তি প্রদান করা হয়েছে।

জানা গেছে, গত নভেম্বর মাসে একই ঘরে দুইজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন তাদের বাড়ির মালিক। এরপরই প্রশাসনের কাছে খবর যায় এবং দুজনকেই গ্রেফতার করা হয়।

অবশেষে শরিয়া আইন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে প্রকাশ্যে তাদেরকে বেত্রাঘাত করা হয়। দর্শকাসনে হাজির ছিল তাদের পরিবারের সদস্যরাও।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় শুধুমাত্র সুমাত্রা দ্বীপের আচে প্রদেশেই কার্যকর রয়েছে শরিয়া আইন। যা শুধু স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকদের জন্যও কার্যকর। এ প্রসঙ্গে আচে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচে প্রদেশে ইসলামিক শরিয়ত আইন হলো শেষকথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।

এদিন, শুধু দুই সমকামী যুবক নয়, আরও কয়েকজনকে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হয়েছে। তাদের কারও দোষ ছিল মদ্যপান, আবার কারও দোষ ছিল নারীদের সঙ্গে সাক্ষাৎ। আচে প্রদেশের জনগণ ব্যাপকভাবে শরীয়া আইনকে সমর্থন করেন।

সূত্র: সংবাদ প্রতিদিন

-এমএসআই

পূর্ববর্তি সংবাদঅযোধ্যার নতুন মসজিদে নামায পড়া নিয়ে যে মন্তব্য করলেন ওয়াইসি
পরবর্তি সংবাদচট্টগ্রামে ‘দেশিয় অস্ত্র কারখানার’ সন্ধান, ১ নারী আটক