সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটি বাড়ল আরো এক দফা

ইসলাম টাইমস ডেস্ক: কভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর ফেব্রুয়ারির শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি বাড়ল আরো এক দফা। এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে দেশের কওমি মাদরাসাগুলো এ নির্দেশনার বাইরে থাকবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

সেখানে বলা হয়, কভিড মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদরাসা এ নির্দেশনার বাইরে থাকবে।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। তবে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ১২ জুলাই থেকে দেশের সব হেফজ বিভাগ চালুর অনুমতি দিয়েছিল সরকার। ৮ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এছাড়া কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান’ নামে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২৫/৮/২০২০) সন্ধ্যায় এক প্রজ্ঞাপন জারি করে।

-এনটি

পূর্ববর্তি সংবাদমসজিদে হারামের চত্বরে দেড়শ বর্গমিটার জায়গাজুড়ে মার্বেল টাইলস প্রতিস্থাপন
পরবর্তি সংবাদজনগণের উন্নয়নে জাফরউল্যাহকে গিবত না করার আহ্বান নিক্সন চৌধুরীর