একদিনে মৃত্যু ১৩, সুস্থ ৫১২, শনাক্তের হার ৩ শতাংশের নিচে

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন ৪৩৮ জন রোগী শনাক্ত হয়েছে।

দেশে করোনা সংক্রমণের পর এই প্রথম শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯২ শতাংশ হয়েছে।

আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৬২ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনে।

গত একদিনে আরও ৫১২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

-এসএন

পূর্ববর্তি সংবাদইস্তাম্বুলে অবমাননাকর চিত্র প্রদর্শন, সমাজ মাধ্যমে ‘কাবা আমাদের কাছে পবিত্র’ হ্যাশট্যাগ
পরবর্তি সংবাদআলজাজিরা বাংলাদেশের ভালো জিনিস দেখতে পারে না, আইনি ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী