আলজাজিরার প্রতিবেদন: সরকারের কাছ থেকে বিশ্বাসযোগ্য ব্যাখ্যার অপেক্ষায় বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাধরদের দুর্নীতির নানা বিবরণ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত ১ ফেব্রুয়ারি আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সাথে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’

এতে বলা হয়, ‘জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে, যা জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরও আরও ঘনীভূত করেছে।

বিএনপির বিবৃতিতে বলা হয়, এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের নিকট থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।

আরো পড়ুন: কী আছে আল-জাজিরার সেই প্রতিবেদনে? সরকার ও বিশিষ্টজনেরা কী বলছেন?

আল-জাজিরার প্রতিবেদনকে ‘হলুদ সাংবাদিকতা’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘জামায়াত শিবিরের মুখপাত্র’ দাবি করে আল-জাজিরার সম্প্রচার বন্ধ চায় মুক্তিযুদ্ধ মঞ্চ

-এসএন

পূর্ববর্তি সংবাদচলে গেলেন হাফেজ্জী হুযুরের খলিফা প্রবীণ আলেম মাওলানা নূরুল হক আজমী
পরবর্তি সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে বৈঠক স্থগিত