মাওলানা জসিম উদ্দীনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লালবাগে বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব, জামিআ কোরআনিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পুরান ঢাকার লালবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাদ যোহর লালবাগ মাদরাসার সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দিয়েছেন লালবাগের মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি।

এদিকে আজ বাদ আসর হেফাজতে ঢাকা মহানগরের পক্ষ থেকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে  মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন হেফাজতের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

আরো পড়ুন: রক্তাক্ত জসিম ভাই: সতর্কতার জোরালো আহ্বান

-এসএন

পূর্ববর্তি সংবাদমসজিদে জামাতে নামায ও দ্বীনী সমাবেশ নিষিদ্ধ করল বাহরাইন!
পরবর্তি সংবাদহৃদরোগের ঝুঁকি কমাতে সবুজ চা এবং কফি পান করুন