বিক্ষোভে হেফাজত নেতৃবৃন্দ: ‘মাওলানা জসিম উদ্দীনের ওপর হামলা মানে আলেম সমাজের ওপর হামলা’

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি, জামিয়া কোরআনিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসীম উদ্দীনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) আসরের নামাযের পর জাতীয় মসজিদের বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, লালবাগের সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন এর উপর হামলা মানে এদেশের আলেম সমাজের উপর হামলা।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ মুফতী জসীম উদ্দিনের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো পড়ুন: ইসলামী দলসমূহের প্রতিবাদ: মাওলানা জসিম উদ্দীনের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
রক্তাক্ত জসিম ভাই: সতর্কতার জোরালো আহ্বান

সংগঠনের সহসভাপতি মাওলানা ফজলুল করিম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী সম্পাদক মাওলানা মামুনুল হক, মাওলানা যোবায়ের আহমদ, খেলাফত মজলিসের নেতা মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাশেমী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরী সভাপতি মাওলানা ইলিয়াস আতহারী। আজ বুধবার বাদ আসর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে মুফতী জসীম উদ্দিনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতা শাইখুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

এদিকে রাজধানীর লালবাগে হেফাজত ইসলামের ঢাকা মহানগর শাখার সহসভাপতি মাওলানা জসীম উদ্দিনের ওপর হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আজ বুধবার রাতে লালবাগ থানার ওসি (অপারেশন) মো. আসলাম মোল্লা বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে গত মঙ্গলবার আসরের নামাজের পর জসীম উদ্দিন লালবাগ মাদরাসার দক্ষিণ ফটক থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। তিনি লালবাগ শাহী জামে মসজিদের প্রধান ফটক পার হওয়ার পরপর অজ্ঞাতনামা এক ব্যক্তি পেছন থেকে তাকে ছুরি মেরে পালিয়ে যায়। আশপাশের লোকজন ধাওয়া করেও তাকে আটক করতে পারেনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানেও সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

-এসএন

পূর্ববর্তি সংবাদআগামী চার-পাঁচ বছরের মধ্যে শিক্ষাব্যবস্থা আমূল পাল্টে ফেলা হবে: শিক্ষামন্ত্রী
পরবর্তি সংবাদকাবা শরীফ ও মসজিদে নববীতে করোনা প্রবেশ করতে পারেনি