ইরানের ওপর আরোপিত অবরোধের সময় জব্দ তেল বিক্রি করল যুক্তরাষ্ট্র

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্র গত বছর ইরানের ওপর আরোপিত অবরোধের সময় জব্দ করা ১০ লাখ ব্যারেলের বেশি ইরানি তেল বিক্রি করেছে। বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি বন্দরে ইরানি অপরিশেধিত তেলভর্তি একটি জাহাজ আটক করার প্রেক্ষাপটে তিনি এ তথ্য জানান।

ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্র ওই অবরোধ আরোপ করে। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরান অবৈধ পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। এছাড়া ইরানের বেশ কয়েকটি গ্রুপকে যুক্তরাষ্ট্র ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেশ ভয়াবহ মাত্রায় রয়েছে।

এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান থেকে ভেনেজুয়েলায় পাঠানোর সময় চারটি ট্যাংকারে প্রায় ১২ লাখ ব্যারেল তেল জব্দ করেছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মুখপাত্র মার্ক রেইমন্ডি রয়টার্সকে বলেন, কার্গোগুলো বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সূত্র: আল জাজিরা

-আরএম

পূর্ববর্তি সংবাদউহানের গবেষণাগার থেকে করোনা ছড়ায়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তি সংবাদফারাক্কায় নতুন কারিগরি ফাঁদ: বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ ঢুকবে ভারতে!