ইসলাম টাইমস ডেস্ক: জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটে বস্তারবন্দি ও২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু হয়েছে।
২ দিনব্যাপী এই মাহফিলের কথা জানিয়েছেন জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের মুহতামীম মাওলানা সামীউর রহমান মুসা।
জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজারের ৪৬তম এই দস্তারবন্দি শুক্রবার (১২ ও ১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে শনিবার দোয়ার মাধ্যমে শেষ হবে।
প্রথম শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১০ টায় মাহফিল শেষ হয়েছে। ২য় দিন দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ১২ টায় মাহফিল শেষ হবে বলে সংশিষ্ট সূত্র জানিয়েছে।
প্রথম দিনের মাহফিলে বয়ান করেছেন মাওলানা মানুনুল হক, মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মুমতাজুদ্দীন বরদেশী ও মাওলানা মুস্তাক্কান প্রমুখ। এছাড়াও মাহফিলে দেশ বিদেশের উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবীদগণ বয়ান করবেন বলে জানা গেছে।
