আফগানিস্তানে একাধিক প্রদেশে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৫  

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের কানার, কান্দাহার ও জালালাবাদ প্রদেশগুলিতে বোমা হামলায় পুলিশ কমান্ডারসহ পাঁচ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কান্দাহার প্রদেশে একটি গাড়ি বোমা বিস্ফোরণে আজ সকাল ১১ টা ১১ মিনিটে কান্দাহার আরঘান্ডাব জেলার একটি চৌকিতে ১২ পুলিশ আহত হয়েছে।

এখন পর্যন্ত কেউ ওইসব হামলার দায় স্বীকার করেনি।

আফগান মিডিয়া অনুসারে, আজ সকালে জালালাবাদে একটি বিস্ফোরণে তিন বেসামরিক লোক আহত হয়েছে।বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি লক্ষ্যবস্তু হয়েছিল তবে কর্মীরা নিরাপদে রয়েছেন।

গত রাতে কানার প্রদেশে বোমা বিস্ফোরণে একটি পুলিশ গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। যাতে পুলিশ কমান্ডারসহ পাঁচজন নিহত হন। অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল হেলমান্দ প্রদেশের উপকণ্ঠে বিমান হামলায় তালেবান রেড ইউনিটের ১৬ সদস্য নিহত হয়েছেন।

-এসএন

পূর্ববর্তি সংবাদরাজধানীতে একদিনের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০
পরবর্তি সংবাদওমানে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু