হুফফাজুল কুরআন ফাউন্ডেশন -এর বিভাগীয় প্রতিযোগিতা এবার কিশোরগঞ্জে

ইসলাম টাইমস ডেস্ক: হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর বিভাগীয় হিফজুল ‍কুরআন প্রতিযোগিতা এবার কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা হতে কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে এ মহতি প্রতিযোগিতা এবং কেরাত মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারীর জন্য থাকবে পবিত্র উমরা পালনের সুব্যবস্থা।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন আলজামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ মাদরাসার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেয কারী আবদুল হক, মাওলানা শোয়াইব আ. রউফ এবং  কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শামীম আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন হাফেয কারী নাজমুল হাসানসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

-এসএন

পূর্ববর্তি সংবাদরজব মাসের নামায বিষয়ে কিছু ভিত্তিহীন বর্ণনা
পরবর্তি সংবাদমাঝ পদ্মায় লঞ্চ ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ, লাফিয়ে পড়লেন যাত্রীরা