ফের বাড়তে পারে কওমী মাদরাসা ছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস মহামারির কারণে এতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এই চলমান ছুটি আরও এক দফা বাড়ানো হবে কিনা, তা জানা যাবে রোববার। শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে রোববার সকালে ঘোষণা আসতে পার বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। বেশ কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

তবে দেশে এখনও মহামারির প্রকোপ না কমায় ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। অবশ্য করোনার কারণে ফেব্রুয়ারি মাস দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা, তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা মহামারির কারণে এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসির পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ হলেও প্রাথমিকের অন্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে।

আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।

অন্যদিকে উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

-এসএন

পূর্ববর্তি সংবাদনেদারল্যান্ডে রাসূল অবমাননা বিরোধী আইন পাসের দাবিতে গণস্বাক্ষর অভিযান
পরবর্তি সংবাদরাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর? লোকসভায় যা জানালেন অমিত শাহ