সোমালিয়ায় পার্লামেন্ট ভবনের সামনে গাড়িবোমা হামলা, বহু হতাহতের আশঙ্কা

ইসলাম টাইমস ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনের কাছে পার্লামেন্ট ভবনের বাইরে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। সকালে ওই বিস্ফোরণের পর থেকেই তুমুল গোলাগুলির শব্দ শোনা গেছে।

স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশের বরাতে সিএনএনের খবরে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আবদুলাহি আদেন বলেন, হর্ন অব আফ্রিকা হিসেবে পরিচিত দেশটির রাজধানীর গ্রীণ জোনে স্থানীয় সময় সকাল ৯টার দিকে বোমা হামলা চালানো হয়েছে। ওই এলাকা খুবই সুরক্ষিত থাকার পরেও আকস্মিক এই হামলার ঘটনা ঘটল।

তিনি জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ওয়েহলিয়া হোটেলের সামনের একটি সিকিউরিটি চেকপয়েন্ট দিয়ে প্রবেশ করে। ওই হোটেলটি সরকারি কর্মকর্তা, আইনজীবী এবং দেশটির অভিজাত শ্রেণির কাছে বেশ জনপ্রিয়।

চেকপয়েন্ট দিয়ে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ ওই বিস্ফোরক বোঝাই গাড়িতে গুলি করে। পরে ওই গাড়িতে বিস্ফোরণ ঘটে।

গত কয়েক সপ্তাহের মধ্যে সোমালিয়ার রাজধানীতে এটা দ্বিতীয় বৃহত্তম বিস্ফোরণের ঘটনা। এর আগে গত ৩১ জানুয়ারি আফরিক হোটেলে হামলার ঘটনায় পাঁচ বেসামরিক এবং চার হামলাকারী নিহত হয়।

ভয়াবহ ওই হামলায় আরও ১০ বেসামরিক আহত হয়।

-আরএম

পূর্ববর্তি সংবাদপাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ করেন: খন্দকার মোশাররফ
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৩ মৃত্যু, শনাক্ত ২৬৬, সুস্থ ৩৭৪