চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া চট্টগ্রামের ৩৬ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ ফেব্রুয়ারি) শনিবার মাদরাসাটির এ মাহফিল অনুষ্ঠিত হয়।

দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব স্বাক্ষরিত এক বার্তায় এতথ্য জানা গেছে।

জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ সুলতান যওক নদভীর সভাপতিত্বে ও সার্বিক নির্দেশনায় এতে  আলোচনা পেশ করেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মুফতি আরশাদ রাহমানি, মাওলানা ওবায়দুল্লাহ হামযা, মাওলানা লোকমান হাকিম।

আরো আলোচনা করেন মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা আজিজুল হক মাদানি, মাওলানা হাফেজ আব্দুল হক, মাওলানা আবু বকর, অধ্যাপক ড মুস্তফা কামিল মাদানী, মাওলানা জুলফিকার আলি নদভী (ঢাকা), মুফতি মিজানুর রহমান (সিলেটি), মাওলানা ঈসমাইল মেখলীসহ দেশ বরেণ্য ইসলামি চিন্তাবিদগণ।

পুরো অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাওলানা ইনআমুল হক মাদানী, মাওলানা আফীফ ফুরকান মাদানী, মাওলানা আলাউদ্দিন চৌধুরী।

-আরএম

পূর্ববর্তি সংবাদবঙ্গবন্ধুর হত্যায় জিয়া জড়িত, প্রমাণ যথাসময়ে তুলে ধরা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
পরবর্তি সংবাদভ্যাকসিন নিয়ে এখন পর্যন্ত ৪২৬ জনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া