তাহাজ্জুদের অজু অবস্থায় চলে গেলেন হাজীগঞ্জ মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইসমাঈল

ইসলাম টাইমস ডেস্ক: জামিয়া হুসাইনিয়া আরাবিয়া নারায়ণগঞ্জ হাজীগঞ্জ মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল  মাওলানা ইসমাঈল হুসাইন ইনতিকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকাল ৩টায় মাদরাসার প্রাসঙ্গে তার জানাযা অনুষ্ঠিত হবে।

জানা যায়, মাওলানা ইসমাঈল হুসাইন কয়েক দিন আগে স্ট্রোক করেছিলেন। কিছু দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে মাদরাসায় চলে এসেছিলেন। আজ তাহাজ্জুদের সময় ওযু করতে গিয়ে তিনি পড়ে যান এবং ইন্তেকাল করেন।

মাওলানা ইসমাঈল প্রচার বিমুখ একজন আলেম ছিলেন বলে জানা যায়। ১৯৯২ সনে অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে তিনি গড়ে তোলেন হাজীগঞ্জ মাদরাসা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাদরাসার মুহতামিম ছিলেন।

ইন্তিকালের সময় তিনি ৪ ছেলে ৪ মেয়ে এবং আরো অনেক ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

-ইজে

পূর্ববর্তি সংবাদঅবশেষে দেশে ফিরলেন অপহৃত ১৫ তুর্কি নাবিক
পরবর্তি সংবাদথমথমে মিয়ানমার, রাস্তায় রাস্তায় ট্যাংক