সেরামের ১০ লাখ ভ্যাকসিন ফেরত পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি দশ লাখ ডোজ করোনার টিকা ফেরত দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুতে প্রথম চালানে সেরামের তৈরি এসব টিকা দেশটিতে পৌঁছায়।

মঙ্গলবার ভারতীয় দৈনিক ইকোনমিকস টাইমসের বরাতে এ খবর দিয়েছে এনডিটিভি।

এক সপ্তাহ আগে করোনা টিকাদান কর্মসূচি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা বাদ দেওয়ার ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকা। নতুন স্ট্রেইন বা ধরনের করোনা রুখতে এ টিকা কম কার্যকরী বলে দেশটির এক গবেষণায় উঠে আসে।

এর জেরে তারা এ টিকা দেওয়া বন্ধ রাখে। সেরামের বানানো অক্সফোর্ডের টিকার পরিবর্তে ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের টিকার প্রতি আগ্রহ প্রকাশ করে দেশটি।

গত সপ্তাহে প্রথম চালানে সেরামের তৈরি করোনা টিকার দশ লাখ ডোজ দক্ষিণ আফ্রিকায় পৌঁছায়। আগামী সপ্তাহে আরও পাঁচ লাখ পাঠানোর কথা ছিল। এর মধ্যে প্রথম চালানের ১০ লাখ টিকা ভারতে ফেরত পাঠাচ্ছে আফ্রিকার দেশটি।

এদিকে এ বিষয়ে সেরাম কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তি সংবাদযেভাবে সাজা মওকুফ হয় আনিস ও হারিছের
পরবর্তি সংবাদমধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজে আগ্রহী ইরান ও কাতার