গাজায় টিকা পৌঁছতে দিলো না ইসরায়েল

ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় করোনা ভাইরাসের দুই হাজার ডোজ টিকা দিয়েছিল রাশিয়া। যা সেখানে পৌঁছাতে দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু দেখার দায়িত্ব ফিলিস্তিনের। অথচ আন্তর্জাতিক নিয়মনীতিকে অবজ্ঞা করে ইসরাইল গাজাবাসীর মৌলিক অধিকার হরণ করেছে।

জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গাজায় পাঠানো রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালানটি আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

অবরুদ্ধ গাজা উপত্যকার করোনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জরুরিভিত্তিতে দেওয়ার জন্য এগুলো পাঠানো হয়েছিল।

-ইজে
পূর্ববর্তি সংবাদদুইজন বাদে এখন পর্যন্ত কোনো পলাতক আসামি সাজা মওকুফ পাননি: ড. শাহদীন মালিক
পরবর্তি সংবাদক্যাপিটল হিলে হামলা: সমর্থন দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা