তালিবানের খোলাচিঠি: মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত শান্তিচুক্তি পুরোপুরি কার্যকর করা

ইসলাম টাইমস ডেস্ক: তালেবান নেতা মোল্লা আবদুল গণি বেরাদার বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত করুক এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিশ্চিত করুক।

মোল্লা আবদুল গনি বেরাদার আমেরিকান জনগণের নামে লেখা খোলাচিঠিতে বলেছেন, তালেবান আফগান সমস্যার রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে এবং শান্তি চুক্তি বাস্তবায়নে বদ্ধপরিকর।

চিঠিতে তিনি বলেছেন, কাতারে রাজনৈতিক অফিস খোলার বিষয়টি আফগান রাজনৈতিক সমাধানের দিকে প্রথম পদক্ষেপ।

মোল্লা আবদুল গনি বেরাদার বলেন, আফগান জনগণ আন্তঃ-আফগান সংলাপের মাধ্যমে ইসলামী সরকার এবং শান্তি ও সুরক্ষা অর্জন করতে সক্ষম।

তিনি বলেছেন, কাতারের রাজধানী দোহায় মার্কিন-তালিবান চুক্তির এক বছর পেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের উচিত শান্তি চুক্তি পুরোপুরি কার্যকর করা।

চিঠিতে আরো বলা হয়েছে, “আমরা ইসলামী আইনের অধীনে নারীর অধিকারকে সম্মান করি।”

সূত্র: ডেইলি জং

-এমএসআই

পূর্ববর্তি সংবাদভোজ্যতেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার
পরবর্তি সংবাদরাজধানীতে ফের মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫৩