নাইজেরিয়ায় ফের স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী-কর্মকর্তাকে অপহরণ

ইসলাম টাইমস ডেস্ক: আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজেরিয়ায় আবারও স্কুল থেকে শতাধিক শিক্ষার্থী-কর্মকর্তাকে অপহরণ করেছে বন্দুকধারীরা। এ সময় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে পশ্চিম আফ্রিকার দেশটির মধ্যাঞ্চলীয় নাইজার প্রদেশের কাগারা শহরের একটি সরকারি স্কুল ঘেরাও করে বন্দুকধারীরা। এ সময় তারা স্কুলটির আবাসিক হোস্টেল থেকে শতাধিক শিক্ষার্থী ও বেশ কয়েকজন কর্মকর্তাকে অপহরণ করে। তবে ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে সেই সংখ্যা এখনো নিশ্চিত নয়।

যদিও কাগারার এক বাসিন্দা জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আবু বকর মোহাম্মদ নামে ওই ব্যক্তি বলেছিলেন, তারা হোস্টেলের এক শিক্ষার্থীকে হত্যা করেছে। তার মরদেহ কাগারা পুলিশ স্টেশনে রয়েছে। পুলিশ এখন স্কুলের সবখানে।

-আরএম

পূর্ববর্তি সংবাদফোনে নেতানিয়াহুর সাথে এক ঘন্টা কথা বললেন বাইডেন
পরবর্তি সংবাদগোপালগঞ্জে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২