মাত্র ১০টি দেশ টিকার ৭৫ শতাংশ নিয়ে যাচ্ছে: জাতিসংঘ মহাসচিব

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের টিকা বিতরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।

তিনি বলেছেন, মাত্র ১০টি দেশের উৎপাদিত সব টিকার ৭৫ শতাংশ নিয়ে যাচ্ছে। এটি ‘বন্যভাবে অসম এবং অন্যায্য।’

বুধবার নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি জানিয়েছেন, বিশ্বের ১৩০টি দেশ এখনও পর্যন্ত একটি ডোজও টিকা পায়নি।

গুতেরেস বলেছেন, ‘এই জটিল সময়ে বিশ্ব সম্প্রদায়ের জন্য টিকার সমতা সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা।’

তিনি বিজ্ঞানী, টিকা উৎপাদনকারী ও অনুদান দাতাদের একসঙ্গে জরুরি বৈশ্বিক টিকা পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন, যাতে টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত হয়। একইসঙ্গে প্রত্যেকটি দেশের সব মানুষ যাতে দ্রুত টিকা পাওয়া তা যেন নিশ্চিত করা যায়।

-এসএন

পূর্ববর্তি সংবাদভারত মহাসাগরে রাশিয়া ইরান ও ভারতের যৌথ নৌমহড়া
পরবর্তি সংবাদহাতল ছেড়ে মোটরসাইকেল চালানোর চেষ্টা, প্রাণ গেল ৩ কিশোরের