ভারতই আগে প্রবেশ করে আগ্রাসন চালিয়েছে- ভিডিও প্রকাশ করে দাবি চীনের

ইসলাম টাইমস ডেস্ক: ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষের ভিডিও প্রকাশ করেছে চীন।

চীন দাবি করছে, এই ভিডিও থেকেই পরিষ্কার ভারতীয় সেনারাই চীনের ভূখণ্ডে আগে প্রবেশ করে আগ্রাসন চালিয়েছিল।

আট মাসের নীরবতার পরে প্রথম চীনা সেনাদের হতাহত হওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করার পাশাপাশি পরই এই ভিডিও সামনে এলো। খবর সংবাদ প্রতিদিনের।

গতকালই প্যাংগং হ্রদের দুই পাড় থেকে সেনা অপসারণ সম্পূর্ণ করেছে চীন। তারপরই ভারতীয় সেনার সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের এই ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বেইজিং। চীনের সরকারি টিভি ‘সিজিটিএন’-এ দেখানোও হয়েছে সেটি।

যদিও তাদের দাবি ও ভিডিওর দৃশ্যে বৈসাদৃশ্য রয়েছে বলে দাবি ভারতীয়দের। ফুটেজের একাংশে দেখা গিয়েছে চীনা সেনারা ভারতীয় সেনাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। ভিডিওতে রাতের অন্ধকারে সংঘর্ষের দৃশ্যও দেখা গেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

-এসএন

পূর্ববর্তি সংবাদআজারবাইজান, সিরিয়া ও লিবিয়া ইস্যুতে এরদোগান-পুতিনের ফোনালাপ
পরবর্তি সংবাদজমি নিয়ে বিরোধের জেরে কোরআনের হাফেজকে কুপিয়ে হত্যা