কারবালায় হযরত হোসাইনের কবরের কাছে কা’বার প্রতিকৃতি, বিশ্ব মুসলিমের ক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের কারবালায় হুসাইন ইবনে আলী রা.-এর কবরের নিকটে পবিত্র কা’বার অনুরুপ নির্মিত একটি প্রতিকৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷

এর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে৷

দৈনিক সংবাদপত্র আলবালাদ নিউজ গতকাল (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ঘটনাটি জানায়৷

পত্রিকার তথ্যানুসারে, ইরাকের কারবালায় সাইয়েদুনা হযরত হুসাইন ইবনে অলী রা.-এর মাজারের নিকটে পবিত্র কাবার অনুরূপ আকৃতিতে নির্মিত একটি ভাস্কর্যের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ইরাকসহ বিশ্বের মুসলমানদের মাঝে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি করে৷

কারণ এটি মুসলমানদের প্রাণকেন্দ্র কা’বা শরিফের সাথে জঘন্য বেয়াদবি৷

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কিছু সাধারণ পর্যটক আগ্রহভরে তা দেখছে৷ কেউ কেউ সম্মান প্রদর্শনের জন্য ভক্তিভরে চুম্বনও করছে৷

কবরের একজন দায়িত্বশীল জানায়, ভাস্কর্যটি দুদিনের জন্য এখানে রাখা হয়, এরপর তা আবার অপসারণ করা হয়৷

তিনি আরো জানান, প্রতিবছর আশুরা ও হুসাইন রা.-এর জন্মদিন উপলক্ষে এটা মাজারের সামনে রাখা হয়৷ এটা কারবালার স্মৃতি ও ঐতিহ্য৷ আগে এটা হুসাইন র৷.-এর জন্ম এবং তাজিয়া মিছিল উপলক্ষে বেলুচিস্তানের এক চত্বরে রাখা হতো৷ প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন এ প্রথা বাতিল করে দিয়েছিলো৷ এখন আবার তা চালু করা হয়েছে৷

সূত্র: আলবালাদ নিউজ আরবী৷

অনুবাদ: ইয়াহইয়া বিন আবু বকর

-এমএসআই

পূর্ববর্তি সংবাদরাজশাহী বিশ্ববিদ্যালয়: হল-ক্যাম্পাস খুলে দিতে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম
পরবর্তি সংবাদভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫