যুক্তরাষ্ট্রে করোনায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক মাইলফলক বললেন বাইডেন

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সর্বোচ্চ শনাক্তের পাশাপাশি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। সোমবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ১১ জনের। মৃত্যুর এই রেকর্ডকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হৃদয়বিদারক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

বাইডেন বলেন, জাতি হিসেবে এমন ভাগ্য আমরা মেনে নিতে পারি না। শোকার্ত হওয়ার জন্য আমাদের অনুভূতিহীন হওয়া বন্ধ করতে হবে।’

রেকর্ড সংখ্যক মৃতদের স্মরণে মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তাদের সঙ্গী/সঙ্গিনীরা সোমবার রাতে হোয়াইট হাউসের বাইরে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ অংশ নেন। এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এদিন করোনার বিরুদ্ধে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়েছে বাইডেন বলেন, আজ আমি সকল আমেরিকানদের বলবো স্মরণ করতে। বলবো আমরা যাদের হারিয়েছি আর যাদের আমরা পেছনে ফেলে এসেছি তাদের মনে করতে।

-আরএম

পূর্ববর্তি সংবাদ‘আল জাজিরার অপপ্রচার ও বিএনপির আগুন সন্ত্রাস একই সূত্রে গাঁথা’
পরবর্তি সংবাদপারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক