বৃহস্পতিবার জামিয়াতু ইবরাহীম মাদরাসায় ইসলাহী জোড়, থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম

ইসলাম টাইমস ডেস্ক: নারয়ণগঞ্জের জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর (খানকায়ে মাহমূদিয়া) সাইনবোর্ড  মাদ্রাসায়  আগামীকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি)  ইসলাহী জোড় অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলামের আমীর, হাটহাজারী মাদরাসার নাযেমে তা’লীমাত ও শাইখুল হাদীস মাওলানা জুনায়েদ বাবুনগরী।

আরও উপস্থিত থাকবেন মিরপুর মসজিদুল আকবর কমপ্লেক্সের পরিচালক মুফতী দিলাওয়ার হুসাইন, উজানীর পীর সাহেব মাওলানা আশেকে এলাহী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের শাইখুল হাদীস মাওলানা ইমরান মাজহারী, বেফাক মহাসচিব ও জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক।

এ ইসলাহী জোড়ে সভাপতিত্ব করবেন জামিয়াতু ইবরাহীম মাহমূদনগর সাইনবোর্ডের প্রতিষ্ঠাতা মুহতামিম ও হযরত ফক্বীহুল উম্মাহ মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী (রাহ.) এর খলীফা মুফতী শফীকুল ইসলাম।

-এসএন

পূর্ববর্তি সংবাদআমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ভিয়েতনাম ও বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে
পরবর্তি সংবাদমোদি কাশ্মীরে এলে কালো দিবস পালন করবে জনগণ