কাশ্মিরিদের প্রতি সহনশীলতা-দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের আহ্বান সেই অভিনন্দন বর্তমানের

ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার অভিনন্দন বর্তমান সম্প্রতি প্রকাশিত এক ভিডিও ফুটেজে কাশ্মিরিদের বিষয়ে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন। দুই বছর আগে পাকিস্তানে অনুপ্রবেশের ফলে দেশটির সেনাবাহিনীর হাতে বন্দী থাকাকালীন এক সাক্ষাতকারের অংশ ওই ভিডিও ফুটেজে এই আহ্বান করেন তিনি।

অভিনন্দন বলেন, ‘আমি, আপনি কেউই জানি না কাশ্মিরিদের সাথে কী হচ্ছে, কিন্তু আমাদের উচিত হবে সহনশীলতার সাথে তাদের চিন্তা করা।’

ভিডিও ফুটেজে অভিনন্দন দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের আশা প্রকাশ করে বলেন, ‘আমি জানি না শান্তি আনার জন্য কী করা উচিত। শুধু জানি, শান্তি থাকা উচিত। আমাদের মধ্যে কোনো প্রকার শত্রুতার কারণ দেখি না।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা শান্তিতেই বাস করতে পারি।’

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন তার মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে আক্রমণের জন্য পাকিস্তানে অনুপ্রবেশ করলে পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে তার বিমানকে ভূপাতিত করে।

প্যারাশুট দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে অবতরণের পর স্থানীয়রা অভিনন্দনকে আটক করে। পরে পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতার করে।

পরে শান্তি বজায়ের চিহ্ন হিসেবে ১ মার্চ ওয়াগাহ সীমান্ত দিয়ে অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র: ডন ও দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

-এনটি

পূর্ববর্তি সংবাদউত্তপ্ত মিয়ানমার: বিক্ষোভ দমাতে নির্বিচারে পুলিশের গুলি, নিহত ৭
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত মেয়ের হাতে মা খুন!